আবেগময় বিদায় সন্ধ্যা

​তারিখ: ২১ এপ্রিল ২০২৪​গত ২১ এপ্রিল ২০২৪,

উম্মুল কু’রা বিশ্ববিদ্যালয়ে পরিষদের অন্যতম শ্রদ্ধাভাজন সদস্য মুহতারাম জামশেদ আলম মাক্কী ভাই-কে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা জানানো হয়।

​এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে নবীন ছাত্রদের পক্ষ থেকে ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি স্বতঃস্ফূর্ত উদ্যোগ ছিল।​

অনুষ্ঠানের অংশ হিসেবে—

​নবীন ভাইদের সাথে মাক্কী ভাই একত্রে রাতের খাবারে অংশ নেন।​

নবীন ছাত্রদের পক্ষ থেকে ভাইয়ের হাতে সম্মাননা স্মারক (উপহার) তুলে দেওয়া হয়।

​নবীন ছাত্ররা তাঁদের বিদায়ী ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীনের পথে অবিচল সফলতা কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top