​মক্কা মুকাররমায় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেনের সাথে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় ছাত্র-কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মনোনীত হওয়ায় প্রফেসর ড. আ ফ ম খালেদ হোসেন-এর সাথে এক বিশেষ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে “উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় বাংলাদেশী ছাত্র-কল্যাণ পরিষদ”। দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে পবিত্র মক্কা মুকাররমায় আগমন করলে পরিষদের একটি প্রতিনিধি দল তাঁর সাথে এই হৃদ্যতাপূর্ণ বৈঠকে মিলিত হয়।

​মেধা ও যোগ্যতায় বিশ্বজয়ের আহ্বান

​সাক্ষাৎকালে মাননীয় উপদেষ্টা প্রতিনিধি দলকে অত্যন্ত আন্তরিকতার সাথে সময় দেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বর্তমান বিশ্বকে একটি চ্যালেঞ্জিং ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন:

​”নিজেদের মেধা, যোগ্যতা ও লব্ধ অভিজ্ঞতাকে পুঁজি করে আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তোমাদের প্রস্তুত হতে হবে। জ্ঞান ও দক্ষতার মাধ্যমেই বহির্বিশ্বে নিজেদের এবং দেশের সম্মান উজ্জ্বল করতে হবে।”

​ঐক্যের সেতুবন্ধন ও ভবিষ্যৎ পরিকল্পনা

​উপদেষ্টা মহোদয় তাঁর আলোচনায় কওমি ও আলিয়া মাদরাসার সূচনালগ্ন এবং ইতিহাসের বিবর্তন তুলে ধরেন। তিনি অত্যন্ত দূরদর্শীতার সাথে উল্লেখ করেন যে, বিভিন্ন ঘরানার মধ্যে থাকা মতপার্থক্যগুলোকে একাডেমিক পর্যালোচনা ও গবেষণার স্তরে সীমাবদ্ধ রেখে বৃহত্তর স্বার্থে কাজ করা প্রয়োজন। ইসলাম এবং মুসলিম উম্মাহর মৌলিক প্রয়োজনে সকল ভেদাভেদ ভুলে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।​

সম্মাননা স্মারক প্রদান

​অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় বাংলাদেশী ছাত্র-কল্যাণ পরিষদের সভাপতি মুহতারাম নাজমুল হুদা। তিনি উপদেষ্টার এই ঐতিহাসিক নিয়োগকে স্বাগত জানান এবং তাঁর সফরের সফলতা কামনা করেন। আলোচনার শেষ পর্যায়ে পরিষদের পক্ষ থেকে একজন বিদগ্ধ গবেষক ও প্রবীণ আলেম হিসেবে ড. আ ফ ম খালেদ হোসেনকে বিশেষ সম্মাননা-ক্রেস্ট প্রদান করা হয়।​

উপদেষ্টা মহোদয়ের এই অমায়িক ব্যবহার এবং মূল্যবান নসিহত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top