​বিদায়-বরণ ও নেতৃত্বের পালাবদল: উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় বাংলাদেশী ছাত্র-কল্যাণ পরিষদের প্রাণবন্ত আয়োজন

​বিদায়-বরণ

পবিত্র মক্কার ঐতিহ্যবাহী উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের প্রাণের সংগঠন ‘উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় বাংলাদেশী ছাত্র-কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠান গত ২৭শে আগস্ট, মঙ্গলবার রাতে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।​

বিদায়ের সুর ও স্মৃতিরোমন্থন

​অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল পরিষদের বিদায়ী সভাপতি মুহম্মদ সোলাইমান হোসেন এবং মুহাম্মদ ফাহিম দেওয়ান ভাইদ্বয়ের বিদায় সংবর্ধনা। সংগঠনের প্রতি তাঁদের ত্যাগ, নিরলস পরিশ্রম এবং সুযোগ্য নেতৃত্বের কথা স্মরণ করে উপস্থিত সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ী নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পথচলায় ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেন এবং ছোট ভাইদের প্রতি দিকনির্দেশনামূলক পরমর্শ প্রদান করেন।​

নতুন নেতৃত্বের অভিষেক​

সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী এবং উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আগামী সেশনের জন্য নাজমুল হুদা ভাইকে পরিষদের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। নতুন সভাপতিকে বরণ করে নেওয়ার মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতিশীলতা আসার আশাবাদ ব্যক্ত করা হয়।​

নবীনদের বরণ ও অগ্রজদের নির্দেশনা​

​অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া নবীন ছাত্রদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নবীনরা মক্কার এই পুণ্যভূমিতে তাঁদের উচ্চশিক্ষা শুরুর অনুভূতি ব্যক্ত করেন। এছাড়া পরিষদের সদ্য প্রাক্তন ও সিনিয়র ভাইগণ মেহমান হিসেবে উপস্থিত থেকে তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা ও মূল্যবান নসিহত শেয়ার করেন, যা অনুষ্ঠানকে এক জ্ঞানগর্ভ আসরে পরিণত করে।​

একতা ও সংহতির আহ্বান​

সাহিত্য ও প্রচার সম্পাদক আবুবকর ছিদ্দীক ইসরাফীল-এর সঞ্চালনায় পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত। বক্তারা বলেন, বিদেশের মাটিতে একে অপরের প্রতি ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখাই এই পরিষদের মূল লক্ষ্য। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।​পরিশেষে, সকলের কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top